**ছাতিম *সপ্তপর্ণী ****Devilles Tree ** **Blackboard Tree**

****ছাতিম ***** **** সপ্তপর্ণী **** **Devilles Tree ** **Blackboard Tree** প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত ছাতিম গাছ। এ গাছে নাকি ভূত থাকে। তাই ইংরেজিতে ডাকা হয় ‘ডেভিলস ট্রি’। * পরিচয়: বৈজ্ঞানিক নাম - Alstonia scholaris এটি Apocynaceae গোত্রের গাছ। * বৈশিষ্ট্য: এ গাছ ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছটি বহু শাখা বিশিষ্ট। এর ছাল গন্ধহীন, অসমতল ও ধুসর। কাঠের রং সাদা। এর কাঠ বেশ নরম। এর শাখা পত্রমূলাবর্ত বিশিষ্ট। একই মূলাবর্তে ৪-৭টা পর্যন্ত পাতা থাকে। পাতাগুলো ১০ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা হয়। চওড়া হয় ২-৪ সেন্টিমিটার। ছাতিম পাতা চামড়ার মতো পুরু। এর বোঁটা ০.২৫-০.৬০ সেন্টিমিটার হয়। ছাতিমের বীজ লম্বাটে ডিম্বাকার, কিনারায় আঁশ থাকে। ছাতিম গাছের অভ্যন্তরে দুধের মতন সাদা এবং অত্যন্ত তেতো কষ প্রচুর থাকে। * ওষুধি গুণ : ১। কফের আধিক্যসহ হিক্কা শ্বাসে ছাতিম ছালের আধা চা চামচ রস চার ভাগের এক কাপ দুধের সাথে মিশিয়ে খেলে উপশম হয়। ২। ঠাণ্ডা লেগে বুকে সর্দি বা ল্লেষ্মা বসে গেলে জল মিশানো দুধে ১ গ্রাম ছাতিম ছ...